Sushobhan Mukherjee


Leave a comment

কেয়া পাতার নৌকো

“কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে

তাল দিঘীতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে ।”

পাঠক ভাবছেন আমি কবিগুরু রবীন্দ্রনাথের “মেঘের কোলে” গানটি নিয়ে কিছু লিখতে বসেছি | অথবা প্রফুল্ল রায়ের সেই বিখ্যাত উপন্যাস ।

কিন্তু বন্ধু তা নয় । আপনি আবাক হবেন শুনে আজকের বিষয় “কেয়া চক্রবর্তী” । আর অনেকদিন পরে বাংলায় লিখতেও বেশ ভাল লাগছে।

এমন নয় কেয়া সম্বন্দ্ধে আমি আগে থেকেই অনেক কিছু জানতাম। কিন্তু ওনার বিষয়টি আমার নজরে এল “নাটকের মত” সিনেমা টির মাধ্যমে। যদিও সিনেমাটি এখনও আমি দেখিনি । কিন্তু দেখার ইচ্ছে রয়েছে । ধন্যবাদ দেবেশকে কেয়ার মত একটি নারী চরিত্র কে আমাদের গোচরে আনার জন্যে । আমার বিশ্বাস আমার মত অনেকেই কেয়ার বিষয়ে আগে জানতেন না, বিশেষত যারা সত্তর বা তার পরবর্তী সময়ে জন্মেছেন ।

আমার এই লেখা কিন্তু কোন ভাবেই কেয়ার মৄত্যু রহস্য ঘিরে নয় । কিংবা রুদ্রপ্রসাদ, অজিতেশ বা নান্দীকার এর দ্বন্দ নিয়ে নয় । কারণ এগুলো নিয়ে আমার জানা নেই । তাই মন্তব্য করাও বাতুলতা । নাট্যপ্রেমী হিসেবে আমি রুদ্রপ্রসাদ বাবুর নাটক বা অভিনয় দেখেছি । অজিতেশের অভিনয় সিনেমাতে দেখেছি বা ওনার বিষয়ে পড়েওছি । নাটক বিষয়ে আমার আগ্রহ আমার বাবার থেকে । বাবা নাটক করতেন । পরবর্তী কালে আমিও কিছু নাটক করেছি । সারকারিনা, স্টার থিয়েটার এ কিছু নাটকও দেখেছি এককালে।

কিন্তু তাও কেয়া বিষয়ে আমি কিছুই শুনিনি আগে। দেবেশ এর সিনেমাটিই এ বিষয়ে আমার দৃ্ষ্টি আকর্ষন করে এবং ফলত এ বিষয়ে কিছু পড়াশোনাও করে ফেলি । আমার নজরে আসে “কেয়ার বই” চিত্তরঞ্জন বাবুর সম্পাদনায়, “কেয়া” দেবেশ এর লেখা । পাশাপাশি পড়ে ফেলি ইন্টারনেট জুড়ে থাকা বিভিন্ন লেখা ও ডকুমেন্ট । কেয়ার নিজের লেখা “মিসেস আর পি সেনগুপ্তা” ।

কেয়ার মত এক অসাধারান প্রতিভাময়ী, সাহসী, ব্যাতিক্রমী বঙ্গরমণীর প্রতি আমার শতকোটি প্রণাম । বঙ্গ সমাজে, বিশেষত পুরুষতান্ত্রিক আবহ মণ্ডলে এবং তাও সত্তরের দশকে, ওনার প্রতিবাদী সত্তার যে প্রকাশ তা অতুলনীয় । শুধু নাটক কে ভালবেসে কলেজের চাকরি ছেড়ে অনিশ্চিত জীবনে ঝাপিয়ে পড়ার যে সাহস উনি দেখিয়েছেন, তা বাংলা ও বাঙ্গালীর ইতিহাসে বিরল।

মাত্র ৩৮ বছর বয়সে আকস্মিক মৃত্যুর আগে অভিনয় ক্ষেত্রে তাঁর অসামান্য প্রতিভার সাক্ষর উনি রেখেছেন। কিছু নাটক যেমন “চার অধ্যায়”, “ভালমানুষ”, “তিন পয়সার পালা” ।

“জীবন যে রকম” ছবির শ্যুটিং করতে গিয়ে মাঝগঙ্গায় তলিয়ে যান তিনি । নিজের জীবন দিয়েই যেন তিনি এই সিনেমার নাম এবং তার জীবনকে মিলিয়ে দিয়েছেন ।

ছোটবেলা থেকেই কেয়া অন্যরকম । স্রোতের বিপরীতে যাওয়ার প্রবৃত্তি তার সহজাত । তার আবেগের ধরণগুলো ছিল ভিন্ন । একদিকে তার নমনীয়, কোমল, দরদী মন । আবার অন্যায় দেখলেই রুখে দাঁড়ানোর বিরল সাহস ।

ঘরে বাইরে অবিচারকে অস্বীকার করে যেন সমগ্র নারী সমাজের প্রতিবাদী কণ্ঠ হিসেবে প্রতিভাত হয়ে উঠেছিলেন কেয়া ।

স্বামী, দেওরের সমস্ত ফরমাস সামলে, মুখঝামটা সহ্য করে, সংসারের যাবতীয় দায়ীত্ত পালন করে কেয়া স্টেজে যেতেন, শুধু থিয়েটারকে ভালবেসে । কিন্তু তার শিল্পী সত্তা মুখর হয়ে ওঠে যখন তিনি দেখেন তার সংসার তার প্রকাশের পথে হয়ে ঊঠছে বাধা স্বরূপ ।

এই অসামান্য প্রতিবাদী সত্ত্বাকে আমার কুর্নিশ । বর্তমান সময়ে বাংলা ও বাঙালী জীবনে যেখানে শুধুই মেনে নেওয়ার মানসিকতা, অযথা ঝামেলায় না জড়িয়ে শান্তিকামী যে ভীরু চরিত্রের ভিড়ে লুকিয়ে থাকাকেই আমরা শ্রেয় মনে করছি, সেখানে কেয়া হয়ে উঠুক আমাদের অনুপ্রেরণার উৎস । নারী, পুরুষ নির্বিশেষে, বাংলার ঘরে ঘরে জন্ম নিক অজস্র কেয়া । গঙ্গার বুক ভরে বয়ে যাক অসংখ্য কেয়া পাতার নৌকো ।

শ্রীজাত এর কবিতার কয়েকটি পংক্তি দিয়ে লেখাটি শেষ করতে খুব ইচ্ছে হচ্ছেঃ

“মানুষ থেকেই মানুষ আসে ।

বিরুদ্ধতার ভিড় বাড়ায়,

আমরা মানুস, তোমরা মানুষ ।

তফাত শুধু শিরদাঁড়ায় ।”

keya

 


2 Comments

Bong Buzz!

Bong Buzz!

Sounds interesting?  Looks like an upcoming thriller movie?

Somehow you are right. It is an upcoming thriller. But not a movie, rather a movement in Bengal.

Bingo! You got it right finally. I am referring to Bong Entrepreneurs only!

Bengal was always leader of India and World in the ancient ages. The dominance was prominent across the domains like Culture, Social, Education, Knowledge, Businesses, Economy, Wealth, Mind, Leadership Capabilities and many more. Do you think these as over enthusiasm being a son of the soil? Hang on!

Before the British period Bengal and areas surrounding Krishna-Godavori were one of the major contributors to world economy. East – India Company was formed for suckling the wealth and have revolutions in Europe and indeed it was a grand success.

Eventually, Bengal started losing its glory (mainly after division of East and west) across the domain. The capital of India was shifted from Kolkata and Bengal kept on loosing for years now.

Gradually we started living in our shells and given chances to others to dominate.  We escaped from Bengal to the other states and abroad in order to avoid problems.

In effect Bengal has reached to a dead end. Nothing worse can happen than the present situations.

Few people like us who thought of fighting out against the dirt residing inside, thought of bouncing back and yes “Bong Entrepreneurs” took birth.

Yesterday was our fifth meet up at RDB-CCD, Saltlake.

11998953_1490303241283442_2960274057300811689_n  10410498_1490215471292219_886078475990025038_n 11986499_10153175265000748_3563083796468710753_n

Starting from Park Hotel, Chowringee CCD, RDB-CCD, Downtown Banquet to RDB-CCD, overall 70 entrepreneurs of Bengal came forward to be part of the movement.  And off course enthusiasm crossed boundaries as we find enquiries outside Bengal and India.

IMG_224555542338776   IMG_224568755645391 20150711_175726

 

Through myself and Arijit had taken leadership roles with our friends like Partha, Subhrangsu, Neela, Pritam, “Bong Entrepreneurs” is conceptualized as a nonprofit platform for all where everyone can take part in and contribute in his/her own capacity without obligations. Same way Subhagata, Abhijit, Samrat, Somnath engaged with us and kept us spirited, energized and motivated almost in all actions so far. Smarajit Da and Amitabha Da extended their support always whenever we needed. Somnath and Abhishek contributed in different forms whenever needed.

DSCN3046 20150711_171959 20150711_173936

During our journey of entrepreneurship, we faced immense challenges and in effect lost lot of time and energy in solving non-business issues. Finance, HR, Recruitment, Manpower, Statutory, Legal, Compliance, Accounting, Sales, Marketing etc. are the few of the areas where all of us burnt our fingers.  But eventually, we got experienced. We could find out avenues of resolutions, could connect with right resource/partners and thought of collaborations in that ancients “Panchatantra” way. Wondering? OMG! You forgot? My friend, I am referring to the story of sticks which says breaking bunch of sticks are difficult compared to single stick.

We felt the problems we faced are inheritance of the ecosystem and in effect the same cannot be uprooted unless there is a collective movement. And off course due to severe obstacles, we entrepreneurs are stressed and losing our peace day by day.

We wanted to create a platform where we can be a support to each other by joining hands. The idea is not only to generate business for each other, but also to share pains, frustrations to get relieved and celebrate successes together.

Hence we planned to have fun, music, Bengali food etc. as well whenever situation permits. Please see the glimpses of the music and food from our 4th meet up at Downtown.

20150711_180121 20150711_180128 20150711_180150

Believe me, the idea is to create this platform as a family where it will be beyond business and surely there is no competition with any of the existing business platforms.  Rather we intend to walk hand in hand with their support.

We welcome all who love Bengal and intend to take part in this journey of revolutions.

Bengal will roar once again!

We can do it together.